৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণ, চূড়ান্ত খসড়া প্রকাশ ইসির

প্রকাশ :

সংশোধিত :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই খসড়ার বিরুদ্ধে আগামী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার (৩০ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করা হয়েছে এবং আপত্তি জানাতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যে তা করতে হবে।

সীমানা পরিবর্তনের আওতায় এসেছে পঞ্চগড়, রংপুর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শরীয়তপুর, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও বাগেরহাট জেলার মোট ৩৯টি আসন।

সর্বশেষ খবর